০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিংয়ে বিশ্বসেরা ১ হাজারে চবির ৬ বিষয়

শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের মানদণ্ডে প্রকাশিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এ বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয়টি বিষয়ে স্থান করে নিয়ে অনন্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৬০১–৮০০ (যৌথভাবে)। এ বিষয়ে বাংলাদেশে চবি ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম (যৌথভাবে)।
লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) শাখায় আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, দেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে)। এ ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও ফিশারিজ বিভাগের প্রকাশনা, অবকাঠামো এবং গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে অবস্থান মূল্যায়ন করা হয়েছে।
ফিজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্স শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম। এ র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত ছিল পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, এপ্লাইড কেমিস্ট্রি ও ভূগোল বিভাগ।
বিজনেস অ্যান্ড ইকোনমিকস শাখায় আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের মধ্যে ১ম। ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ব্যাংকিং বিভাগের সামগ্রিক মান এখানে বিবেচনায় এসেছে।
ইঞ্জিনিয়ারিং বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, দেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে)। এ র‍্যাংকিং নির্ধারিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার মানের ভিত্তিতে।
সমাজবিজ্ঞান শাখাতেও আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এখানে মূল্যায়িত হয়েছে।
আন্তর্জাতিক এ সাফল্যে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে চবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি এবং চলতি বছরে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বাধিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

এবারের বিপিএলে কে কোন পুরস্কার জিতলেন

টাইমস ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিংয়ে বিশ্বসেরা ১ হাজারে চবির ৬ বিষয়

আপডেট সময় : ০৫:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
শিক্ষা, গবেষণা ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের মানদণ্ডে প্রকাশিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড সাবজেক্ট র‍্যাংকিং ২০২৬-এ বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছয়টি বিষয়ে স্থান করে নিয়ে অনন্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৬০১–৮০০ (যৌথভাবে)। এ বিষয়ে বাংলাদেশে চবি ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম (যৌথভাবে)।
লাইফ সায়েন্স (জীববিজ্ঞান) শাখায় আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, দেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে)। এ ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও ফিশারিজ বিভাগের প্রকাশনা, অবকাঠামো এবং গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্রে অবস্থান মূল্যায়ন করা হয়েছে।
ফিজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্স শাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ২য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম। এ র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত ছিল পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফরেস্ট্রি, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফি, মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশবিদ্যা, এপ্লাইড কেমিস্ট্রি ও ভূগোল বিভাগ।
বিজনেস অ্যান্ড ইকোনমিকস শাখায় আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের মধ্যে ১ম। ফাইন্যান্স, অর্থনীতি, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ব্যাংকিং বিভাগের সামগ্রিক মান এখানে বিবেচনায় এসেছে।
ইঞ্জিনিয়ারিং বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, দেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামে ১ম (যৌথভাবে)। এ র‍্যাংকিং নির্ধারিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা ও গবেষণার মানের ভিত্তিতে।
সমাজবিজ্ঞান শাখাতেও আন্তর্জাতিক অবস্থান ৮০১–১০০০, বাংলাদেশে ৩য় (যৌথভাবে) এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এখানে মূল্যায়িত হয়েছে।
আন্তর্জাতিক এ সাফল্যে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে চবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি এবং চলতি বছরে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বাধিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শু/সবা