ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ২৪ জুন এই সংক্রান্ত একটি এক অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
সার্চ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংগঠনিক সংস্কারের জন্য একটি আলাদা কমিটি গঠনের কথা বলেছিলেন। সদ্য প্রকাশিত নতুন কমিটিতে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা ও সার্চ কমিটির আরেক সদস্য প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার থাকলেও অন্য তিন সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), বিকেএসপির ডিজি বিগ্রেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম ও এমএম কায়সার নেই।
নতুন এই কমিটির আহ্বায়ক ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকির। সদস্য সচিব জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীর। কমিটির অন্য পাঁচ সদস্য হলেন জোবায়েদুর রহমান রানা, আজাদ মজুমদার, ব্যারিস্টার শাইখ মাহাদী, উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল। ব্যারিস্টার শাইখ মাহাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন কয়েকদিন আগে।
আরকে/সবা


























