গাজাঁয় মানবিক সহায়তা
পৌঁছে দিতে প্রো-প্যালেস্টাইন অ্যাক্টিভিস্টদের বহনকারী জাহাজ ‘হানদালা’ ইতালির সিরাকিউজ বন্দর থেকে গাজাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই মিশনটি ফ্রিডম ফ্লোটিলা ক্যাম্পেইনের অংশ, যা ইসরায়েলের নৌ অবরোধ উপেক্ষা করে ফিলিস্তিনিদের কাছে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে চেষ্টা করছে।
মিশনের মূল তথ্য- জাহাজের নাম: হানদালা (ফিলিস্তিনি শিশুদের প্রতীকের নামে)। – সহায়তা: খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, শিক্ষা উপকরণ ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী।
অ্যাক্টিভিস্টরা: বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও চিকিৎসকরা জাহাজে রয়েছেন।
চ্যালেঞ্জ ও ঝুঁকি:- ইসরায়েলি নৌবাহিনী গাজা উপকূল অবরোধ করে রেখেছে এবং আগের ফ্লোটিলাগুলোকে বাধা দিয়েছে (২০১০ সালে এমভি মাভি মারমারা হামলায় ১০ জন নিহত হন)। – ইসরায়েলি সরকার এই মিশনকে “প্রভোকেশন” বলে আখ্যা দিয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়- ইউএন ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় মানবিক সংকটের সমাধানে অবরোধ শিথিলের আহ্বান জানালেও ইসরায়েল এতে সম্মত হয়নি। – ইতালির বামপন্থী দলগুলো মিশনকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে ডানপন্থীরা একে “ইসরায়েল-বিরোধী প্রপাগান্ডা” বলে উড়িয়ে দিচ্ছে।
ফ্লোটিলার ইতিহাস:
২০০৮ সাল থেকে ফ্রিডম ফ্লোটিলা গাজায় ১৫টি মিশন চালিয়েছে, যার মধ্যে মাত্র ৫টি সফলভাবে সহায়তা পৌঁছেবে বলে মনেকরা হছে।
এমআর/সবা
শিরোনাম
সমুদ্রের পথেব গাঁজায় মানবিক সহায়তা পাঠাল ইতালি
-
সরকার মোখলেছুর রহমান ইতালি থেকে - আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ।
- 89
জনপ্রিয় সংবাদ

























