২০১৩ সালে সহিংস ঘটনায় এক দর্শকের মৃত্যুর পর প্রতিপক্ষ দলের মাঠে গিয়ে সমর্থকদের খেলা দেখা নিষিদ্ধও করে দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আনহেল ডি মারিয়া বেনফিকা থেকে আর্জেন্টাইন দল রোজারিও সেন্ট্রালে ফেরার পর ১২ বছর আগের সেই নিষেধাজ্ঞা তুলে নিল এএফএ। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে এএফএ। এবারের মৌসুমে লিগের পরের রাউন্ড থেকে নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানালেন, ‘‘ঐতিহাসিক এক দিন আজ, প্রতিপক্ষ দলের সমর্থকদের ফেরা শুরু হলো এখন থেকে। এখন থেকে ক্লাবগুলো চাইলে আবারও প্রতিপক্ষ সমর্থকদের স্বাগত জানাতে পারবে। ’’ দি মারিয়া আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাবে ফেরায় যে উন্মাদনা তৈরি হয়েছে, এই নিষেধাজ্ঞা তুলে নিতে সেটাও ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তাপিয়া।
সিদ্ধান্তটা আপাতত বুয়েনস এইরেসে কার্যকর হবে। আর্জেন্টিনার অন্যান্য অঞ্চলেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ধাপে ধাপে।
আরকে/সবা


























