আগামী ৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাহরাইনে দু’টি প্রীতি ম্যাচ খেলার আয়োজন করেছে বাফুফে। আজ জাতীয় দল কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।
এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি চার গ্রুপ সেরা দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বাফুফে চীন ও বাহরাইনের সঙ্গে এ নিয়ে কাজ করছিল। চীনের সঙ্গে বাফুফের সময়সূচি না মেলায় বাহরাইনে অ-২৩ দলের সঙ্গে ১৮ ও ২২ আগস্ট দু’টি ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ দলকে ভিয়েতনামে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পাঁচ দিন আগে পাঠাবে বাফুফে। ৩ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাফুফের পরিকল্পনা অন্তত ২৮/২৯ আগস্ট ভিয়েতনামে পাঠানোর। ২২ আগস্ট বাহরাইন ম্যাচ খেলার তাই সেখানে ক্যাম্প বর্ধিত করার পরিকল্পনা রয়েছে।
প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঠিক হলেও এখনো কোচের নাম আনুষ্ঠাকিভাবে প্রকাশ করেনি বাফুফে। ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুই দায়িত্ব নিতে যাচ্ছেন এটাই অনুমেয় ফুটবলাঙ্গনে। তিনি ইন্দোনেশিয়ায় ফিফার একটি প্রোগ্রাম থেকে দেশে ফেরার পর অ-২৩ দলের ক্যাম্প শুরু হতে পারে। এই ক্যাম্পে প্রবাসী ফুটবলার ডাক পাওয়া নিয়ে ফুটবলাঙ্গনে নানা আলোচনা চলছে।
আরকে/সবা


























