০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
প্রথম বিভাগ দাবা লিগ

ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগে ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। আজ বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমিকে হারায়। ইসফটের খেলোয়াড়রা হলেন : আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক), দেলোয়ার হোসেন, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র।

১৪ পয়েন্ট পায় সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল। ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। ২৬ গেম পয়েন্ট পেয়ে সাধারণ বীমা রানার্সআপ এবং অগ্রণী ব্যাংক তৃতীয় স্থান লাভ করে।

১৩ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব চতুর্থ স্থান লাভ করে। অন্যান্য স্থানগুলো হলো : পঞ্চম-তৌসিফ এপেয়ারেলস চেস ক্লাব, পয়েন্ট-১১, ষষ্ঠ-এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস ক্লাব, পয়েন্ট-৮, সপ্তম-আকাই স্মৃতি সংসদ-মাগুরা, পয়েন্ট-৬, অষ্টম-স্পোর্টস বাংলা-বি, পয়েন্ট-৪, নবম-শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ, পয়েন্ট-২ এবং দশম-ক্লাসিক চেস একাডেমি, পয়েন্ট-০।

বোর্ড পুরস্কার পান যথাক্রমে : ১ নং বোর্ডে ইসফট এরিনা চেস ক্লাবের আনিচুজ্জমানা জুয়েল, ২ নং বোর্ডে- ইসফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন, ৩ নং বোর্ডে ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ৪ নং বোর্ডে- ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, অতিরিক্ত ১ নং বোর্ডে-ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র এবং অতিরিক্ত ২ নং বোর্ডে-সাধারণ বীমার নাসির উদ্দিন।

আজ শেষ রাউন্ডের খেলায় ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে সাধারণ বীমাকে, আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলা-বি কে, তৌসিফ এপয়ারেলস চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ-মাগুরাকে এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩-১ পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃত সংসদকে হারায়।

চ্যাম্পিয়ন ইসফট এরিনা চেস ক্লাব এবং রানার্সআপ সাধারণ বীমা প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে উন্নীত হলো এবং সর্বনিম্ন স্থানপ্রাপ্ত ক্লাসিক চেস একাডেমি দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের এডহক কমিটির দুই সদস্য আমিনুল ইসলাম ও আরিফুজ্জামান আরিফ এবং আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অগ্রণী ব্যাংক পিএলসির উপ-মহা ব্যবস্থাপক শাহিনুর বেগম, ইসফট এরিনা চেস ক্লাবের সভাপতি মোকাদ্দেসুর রহমান খান সোহান ও প্রধান বিচারক আন্তর্জাতিক দাবা বিচারক শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল এবারের দাবা লিগে অংশগ্রহণ করে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

প্রথম বিভাগ দাবা লিগ

ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগে ইসফট এরিনা চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। আজ বুধবার (২৩ জুলাই) অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমিকে হারায়। ইসফটের খেলোয়াড়রা হলেন : আনিচুজ্জামান জুয়েল (অধিনায়ক), দেলোয়ার হোসেন, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র।

১৪ পয়েন্ট পায় সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল। ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে স্থান নির্ধারণ করা হয়। ২৬ গেম পয়েন্ট পেয়ে সাধারণ বীমা রানার্সআপ এবং অগ্রণী ব্যাংক তৃতীয় স্থান লাভ করে।

১৩ পয়েন্ট নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব চতুর্থ স্থান লাভ করে। অন্যান্য স্থানগুলো হলো : পঞ্চম-তৌসিফ এপেয়ারেলস চেস ক্লাব, পয়েন্ট-১১, ষষ্ঠ-এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস ক্লাব, পয়েন্ট-৮, সপ্তম-আকাই স্মৃতি সংসদ-মাগুরা, পয়েন্ট-৬, অষ্টম-স্পোর্টস বাংলা-বি, পয়েন্ট-৪, নবম-শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ, পয়েন্ট-২ এবং দশম-ক্লাসিক চেস একাডেমি, পয়েন্ট-০।

বোর্ড পুরস্কার পান যথাক্রমে : ১ নং বোর্ডে ইসফট এরিনা চেস ক্লাবের আনিচুজ্জমানা জুয়েল, ২ নং বোর্ডে- ইসফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন, ৩ নং বোর্ডে ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, ৪ নং বোর্ডে- ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, অতিরিক্ত ১ নং বোর্ডে-ইসফট এরিনা চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার আজমাইন পারভেজ সায়র এবং অতিরিক্ত ২ নং বোর্ডে-সাধারণ বীমার নাসির উদ্দিন।

আজ শেষ রাউন্ডের খেলায় ও অগ্রণী ব্যাংক পিএলসি দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে সাধারণ বীমাকে, আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব ৪-০ গেম পয়েন্টে স্পোর্টস বাংলা-বি কে, তৌসিফ এপয়ারেলস চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে আকাই স্মৃতি সংসদ-মাগুরাকে এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩-১ পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃত সংসদকে হারায়।

চ্যাম্পিয়ন ইসফট এরিনা চেস ক্লাব এবং রানার্সআপ সাধারণ বীমা প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে উন্নীত হলো এবং সর্বনিম্ন স্থানপ্রাপ্ত ক্লাসিক চেস একাডেমি দ্বিতীয় বিভাগে নেমে গেছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের এডহক কমিটির দুই সদস্য আমিনুল ইসলাম ও আরিফুজ্জামান আরিফ এবং আন্তর্জাতিক দাবা বিচারক হারুন অর রশিদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অগ্রণী ব্যাংক পিএলসির উপ-মহা ব্যবস্থাপক শাহিনুর বেগম, ইসফট এরিনা চেস ক্লাবের সভাপতি মোকাদ্দেসুর রহমান খান সোহান ও প্রধান বিচারক আন্তর্জাতিক দাবা বিচারক শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দল এবারের দাবা লিগে অংশগ্রহণ করে।

আরকে/সবা