ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।
আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও তালাবায়ে আরাবিয়ার নেতারা অংশ নেন।
শ্লোগানে মুখর ক্যাম্পাসে শিক্ষার্থীরা বলেন, “সাজিদের মৃত্যু যদি স্বাভাবিক না হয়, তবে আমরা সবাই হুমকির মুখে।” তারা অবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান। সাজিদের বন্ধু ইনসানুল ইমাম বলেন, “প্রশাসন ৬ দিনের কথা বললেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তদন্ত কমিটিতে এখনো ছাত্র প্রতিনিধি নেই।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসানও সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। বক্তারা বলেন, “গড়িমসি চলতে থাকলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
এমআর/সবা


























