জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজকে নতুনভাবে আঞ্চলিক কেন্দ্রের আওতায় আনা হলেও, নওগাঁ জেলার মান্দা উপজেলার কলেজগুলো পূর্বের মতোই রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতায় থাকবে।
সোমবার (২৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়া আঞ্চলিক কেন্দ্র চালুর পর বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলেজগুলোকে সেই কেন্দ্রের আওতায় আনা হয়। তবে মান্দা উপজেলার প্রতিষ্ঠানসমূহ সময় ও ভৌগোলিক দূরত্বের সীমাবদ্ধতা তুলে ধরে রাজশাহী কেন্দ্রের অধীনে থাকার আবেদন করে।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজগুলোর সুবিধার্থে মান্দা উপজেলার সব কলেজ ও প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম পূর্বের মতো রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের অধীনে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
মান্দা উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের দূরত্বজনিত দুর্ভোগ লাঘবে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এতে তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হবে আরও সহজ ও সময়সাশ্রয়ী উপায়ে।
এমআর/সবা


























