সাজেক বাঘাইহাট সেনাবাহিনী ও ইউপিডিএফ’র সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে সেনা অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে বাঘাইহাট সেনা জোন ৬ই বেংগল।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাজেক ইউনিয়নের দুর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে তারা পিছু হটে।
২৯ জুলাই মঙ্গলবার বিকালে বাঘাইহাট সেনা জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, ‘অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা গুলি, ৪২টি গুলির খালি খোসা, দুটি তাজা শটগানের কার্তুজ, ইউপিডিএফ’র পতাকা, চাঁদার রশিদ বইসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।’ অভিযানের সময় সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হননি। পলায়নরত সন্ত্রাসীদের শনাক্ত করে আটক করতে তৎপরতা চলছে। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, পিএসসি।
এমআর/সবা























