০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে দুর্নীতির তদন্ত

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি, জেলা পরিষদের সদস্য, বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের সাথে কথা বলেন। তবে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণসহ দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে, গত ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নিদের্শ দেওয়া হয়। জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে দুর্নীতির তদন্ত

আপডেট সময় : ০৪:২৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি, জেলা পরিষদের সদস্য, বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের সাথে কথা বলেন। তবে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণসহ দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে, গত ১৪ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরাকে পার্বত্য জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নিদের্শ দেওয়া হয়। জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

এমআর/সবা