ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, উপজেলার কোনো প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনতে পারবে না। একই সঙ্গে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষার্থীদের মোটরসাইকেল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিভাবককে ডেকে এনে শুনানি করা হবে বলে জানান ইউএনও।
২৯ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “এসইডিপি” প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার একরামুল হক।
এ সময় শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১৩ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
শিরোনাম
ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা ইউএনও’র
-
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- ।
- 139
জনপ্রিয় সংবাদ























