১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে লালমনিরহাটে। শনিবার (২ আগস্ট) বিকেলে চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৭৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “তথ্যই এখন শক্তি। যার হাতে যত তথ্য, সে-ই এগিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার আসক্তি ত্যাগ করে বইয়ের পাতায় নেশা ধরাতে হবে।” তিনি শিক্ষার্থীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানান।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই কৃতিত্ব শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত অর্জন। জ্ঞানই একমাত্র পুঁজি, যা দিয়ে জাতি উন্নত হতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থীরাও।

এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

লালমনিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে লালমনিরহাটে। শনিবার (২ আগস্ট) বিকেলে চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৭৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “তথ্যই এখন শক্তি। যার হাতে যত তথ্য, সে-ই এগিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার আসক্তি ত্যাগ করে বইয়ের পাতায় নেশা ধরাতে হবে।” তিনি শিক্ষার্থীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানান।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই কৃতিত্ব শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত অর্জন। জ্ঞানই একমাত্র পুঁজি, যা দিয়ে জাতি উন্নত হতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখে কৃতী শিক্ষার্থীরাও।

এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এমআর/সবা