দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রায় ৭৮ লাখ টাকায় আসবাবপত্রসহ একটি নবনির্মিত ভবন নির্মাণ করেছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের প্রধান অতিথিত্বে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, এই ভবনটি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে এবং শিক্ষার মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।




















