১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এক স্যালাইনে ১৫০ টাকা বেশি বিক্রি, ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্যালাইনের দাম বৃদ্ধির কারসাজি রোধে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্রেতা সেজে হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে গিয়েছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় ১০০ টাকা ৮৯ পয়সা মূল্যের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় কিনেন তারা। পরে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়ায় হেলথ এন্ড লাইফ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফল ভান্ডারকে বিদেশি চকলেটে আমদানিকারকের স্টিকার ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্রেতা সেজে হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিতে যাই। সেখান থেকে ১০০ টাকা ৮৯ পয়সা দামের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় কিনি। পরে বেশি দাম রাখায় হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করি। এরপর শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফল ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করি।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি, নৈশপ্রহরীকে বেঁধে গরু লুট

সিরাজগঞ্জে এক স্যালাইনে ১৫০ টাকা বেশি বিক্রি, ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

স্যালাইনের দাম বৃদ্ধির কারসাজি রোধে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্রেতা সেজে হেলথ এন্ড লাইফ ফার্মেসিতে গিয়েছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় ১০০ টাকা ৮৯ পয়সা মূল্যের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় কিনেন তারা। পরে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়ায় হেলথ এন্ড লাইফ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফল ভান্ডারকে বিদেশি চকলেটে আমদানিকারকের স্টিকার ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ক্রেতা সেজে হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিতে যাই। সেখান থেকে ১০০ টাকা ৮৯ পয়সা দামের ডিএনএস স্যালাইন ২৫০ টাকায় কিনি। পরে বেশি দাম রাখায় হেলথ অ্যান্ড লাইফ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করি। এরপর শহরের বাজার স্টেশন এলাকায় স্মরণ ফল ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করি।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের নির্দেশে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় সদর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।