০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত ৬

নওগাঁর সদর উপজেলায় ও মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরজু (৬০) মজিবর রহমান (৬৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনা ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইন্স এর প্রধান গেটের সামনে ও দুপুরে উপজেলা সদরের ঘোষ পাড়া মোড়ে।

নিহত মজিবর রহমান মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও নিহত আরজু সদর উপজেলার বাসিন্দা।

আহত ৬ জন হলেন, মরজিনা (৪০), আয়েশা সিদ্দিকা (৭), আরিশা (৮), সুমি (৪০),খাইরুল (৩৫),নিলয় (২১)।
জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান সাইকেলে চড়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘোষপাড়া মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর দিকে আজ সকাল ১০ টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইন্স এর প্রধান গেটের সামনে বালুডাঙ্গা থেকে ছেড়ে আসা রকি নামের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর ভাবে অটোর যাত্রীগুলো আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন।

আহতদের তিনজন মরজিনা, আয়েশা সিদ্দিকা, আরিশাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বাকি তিনজন সুমি, খাইরুল, নিলয়কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত ৬

আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নওগাঁর সদর উপজেলায় ও মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরজু (৬০) মজিবর রহমান (৬৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনা ঘটেছে শনিবার সকাল ১০ টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইন্স এর প্রধান গেটের সামনে ও দুপুরে উপজেলা সদরের ঘোষ পাড়া মোড়ে।

নিহত মজিবর রহমান মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও নিহত আরজু সদর উপজেলার বাসিন্দা।

আহত ৬ জন হলেন, মরজিনা (৪০), আয়েশা সিদ্দিকা (৭), আরিশা (৮), সুমি (৪০),খাইরুল (৩৫),নিলয় (২১)।
জানা গেছে, অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান সাইকেলে চড়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘোষপাড়া মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপর দিকে আজ সকাল ১০ টার দিকে নওগাঁ জেলা পুলিশ লাইন্স এর প্রধান গেটের সামনে বালুডাঙ্গা থেকে ছেড়ে আসা রকি নামের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর ভাবে অটোর যাত্রীগুলো আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন।

আহতদের তিনজন মরজিনা, আয়েশা সিদ্দিকা, আরিশাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বাকি তিনজন সুমি, খাইরুল, নিলয়কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা ও নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

এমআর/সবা