১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক মৃণালের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জেলা শিক্ষক সমিতি

ফেনীর শরিষাদি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেনী জেলা শিক্ষক সমিতি। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শহরের বাঁশপাড়ায় শিক্ষক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী।

তিনি বলেন, “মৃণাল কান্তি দেবনাথ ৫ আগস্ট থেকে বিদ্যালয়ে যেতে পারছিলেন না। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ইস্কনের কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি বাধার মুখে পড়েন। পরে সমাধানের জন্য সমিতির কাছে আবেদন করেন।”

সমিতির সভাপতি জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে তিনি কয়েকজন শিক্ষক নেতাসহ মৃণালকে বিদ্যালয়ে নিয়ে যান। স্থানীয়দের আপত্তির মুখে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শিক্ষকরা গেট খুলে দেওয়ায় তারা প্রবেশ করেন। তবে সমাধান না হওয়ায় ফেরার পথে শরিষাদি রেললাইনের পাশে কয়েকজন যুবক মৃণালের ওপর হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, ফেনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুর উল্লাহ, রুহিতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম মনির আহমদ ভূঁঞা, পৌর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শহিদ উল্লাহসহ একাধিক শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিদ্যালয়ের সভাপতি এডভোকেট নুর ইসলাম জানান, শিক্ষক সমিতির সভাপতির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, মৃণালের বিদ্যালয়ে আসার খবর পেয়ে অভিভাবক সমাবেশ স্থগিত করা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অনুপস্থিত থাকার কারণে তার বেতনও বন্ধ রয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

শিক্ষক মৃণালের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জেলা শিক্ষক সমিতি

আপডেট সময় : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

ফেনীর শরিষাদি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেনী জেলা শিক্ষক সমিতি। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শহরের বাঁশপাড়ায় শিক্ষক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান সমিতির সভাপতি এটিএম সামছুল হক চৌধুরী।

তিনি বলেন, “মৃণাল কান্তি দেবনাথ ৫ আগস্ট থেকে বিদ্যালয়ে যেতে পারছিলেন না। ছাত্র-ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও ইস্কনের কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি বাধার মুখে পড়েন। পরে সমাধানের জন্য সমিতির কাছে আবেদন করেন।”

সমিতির সভাপতি জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে তিনি কয়েকজন শিক্ষক নেতাসহ মৃণালকে বিদ্যালয়ে নিয়ে যান। স্থানীয়দের আপত্তির মুখে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শিক্ষকরা গেট খুলে দেওয়ায় তারা প্রবেশ করেন। তবে সমাধান না হওয়ায় ফেরার পথে শরিষাদি রেললাইনের পাশে কয়েকজন যুবক মৃণালের ওপর হামলা চালায়। এতে তার মাথায় আঘাত লাগে।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, ফেনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুর উল্লাহ, রুহিতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক একেএম মনির আহমদ ভূঁঞা, পৌর বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক শহিদ উল্লাহসহ একাধিক শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিদ্যালয়ের সভাপতি এডভোকেট নুর ইসলাম জানান, শিক্ষক সমিতির সভাপতির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, মৃণালের বিদ্যালয়ে আসার খবর পেয়ে অভিভাবক সমাবেশ স্থগিত করা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অনুপস্থিত থাকার কারণে তার বেতনও বন্ধ রয়েছে।

এমআর/সবা