চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় দুই দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। ৩৯ নম্বর ওয়ার্ডের আলিশা মাজার এলাকার বাসিন্দা তাজুল ইসলামন জানিয়েছেন, গত দুইদিন ধরে পানির অভাবে ঘরের কোনো কাজ করা সম্ভব হয়নি। “কোনো পূর্বনির্দেশনা ছাড়া পানি বন্ধ হয়ে যাওয়ায় আমরা দারুণ সমস্যায় পড়েছি,” তিনি জানান।
চট্টগ্রাম ওয়াসা মড-১ এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, দক্ষিণ হালিশহরে পানির সমস্যা সাধারণত বেশি থাকে। এলাকায় পানি সরবরাহের জন্য সপ্তাহে চার দিন রেশনিং করা হয়। “সর্বশেষ বৃহস্পতিবার পানির সরবরাহ করা হয়েছে, আর আগামী রোববার আবার পানি দেওয়া হবে। এলাকা শহর থেকে দূরে হওয়ায় এখানে পানির চাপ কম পাওয়া যায়, ফলে গ্রাহকরা সমস্যায় পড়েন,” তিনি বলেন।
চট্টগ্রামে পানির চাহিদা দৈনিক ৫৬ কোটি লিটার হলেও ওয়াসার উৎপাদন সক্ষমতা মাত্র ৫০ কোটি লিটার। নগরে ৭৮,৫৪২টি আবাসিক এবং ৭,৭৬৭টি বাণিজ্যিক গ্রাহক সংযোগ রয়েছে। প্রায় ১,২০০ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। পানি সরবরাহের মূল উৎস হলো হালদা ও কর্ণফুলী নদী, যা ৯২ শতাংশ পানি প্রদান করে। বাকী ৮ শতাংশ আসে গভীর নলকূপ থেকে।
বর্তমানে ওয়াসার নিয়ম অনুযায়ী আবাসিক গ্রাহকরা এক হাজার লিটার পানি ১৮ টাকায় এবং বাণিজ্যিক বা অনাবাসিক গ্রাহকরা একই পরিমাণ পানির জন্য ৩৭ টাকা প্রদান করছেন।























