ঢাকার মোহাম্মদপুর সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে তারণ্য উৎসব ৫ আগস্ট গণ-অভুত্থান দিবস বাশাআপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন মোহাম্মদপুর সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রভাষক তৈমুর আল আজাদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাশাআপ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা খালেদ মনসুর চৌধুরী।
প্রতিযোগিতায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরাফাত মাহমুদ।
১৫ দলের শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
বালক জুনয়র ৩৮ কেজি ওজন শ্রেণিতে গভ. বয়েজ স্কুলের মোহাম্মদ সাজ্জাদ স্বর্ণ, বিসিআইসি কলেজের অরিন্দম বসি রৌপ্য, গভ. বয়েজের নাফিসে ব্রোঞ্জ; বালিকা সিনিয়র ৪৭ কেজিতে মোহাম্মদপুর সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের আমেনা তাসনিম রহমান স্বর্ণ, মুবাশশারাহ জামান রৌপ্য, মোহাম্মদপুর সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজের হাফসা কবির মিদুলা ব্রোঞ্জ; বালিকা জুনিয়র ৩৭ কেজিতে মিরপুর ইনডোর বাশাআপ একাডেমির সামিয়া স্বর্ণ, বিসিআইসি কলেজের মালিহা সুলতানা রৌপ্য এবং মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের আপসারা ব্রোঞ্জপদক লাভ করে।
আরকে/সবা

























