বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন বলেছেন যারা পিআর পদ্ধতির কথা বলেন তারা মুলত পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদের পূনর্বাসনের চেষ্টা করছেন, ৭১ এর পরাজিত শক্তি ও তাদের দোসররা এ পদ্ধতির পক্ষে কথা বলছেন । দেশে মোট ভোটারের ২৯ শতাংশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায় আর ১১ শতাংশ রয়েছে উপজাতীয় । এ পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তিনি আজ বিকালে ফেনী পৌর এলাকার রামপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ।
মেজবাহ উদ্দিন খাঁন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক জিয়ার ৩১ দফার কর্মসূচি জনগণের কাছে তুলে ধরবেন । ঘরে ঘরে মা বোনদের লাছে পৌঁছে দিবেন । কোনো ভাবেই ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরদের প্রশ্রয় দেয়া যাবে না , আমাদের কারো যোগসাজশেও তারা যেনো বিএনপি’র সদস্য ফরম পূরণ করতে না পারে সেক্ষেত্রে কঠোর অবস্থান নিবেন ।
১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি যোবায়ের আহমেদ এর সভাপতিত্বে উপস্থিতিদের উজ্জীবিতমূলক বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি হালিমা খাতুন, জেলা বিএনপির যুন্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদস্য এনামুল হক, কামরুল হাসান মাসুদ, নুর হোসেন সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া সিনিয়র যুন্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুইয়া, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
পরে প্রধান অতিথি নবায়নকৃত সদস্যদের হাতে তাদের ফরম তুলে দেন ।
এসএস/সবা























