রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় তেলের লরির ধাক্কায় মো. ইমন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, ইমন মোটরসাইকেল নিয়ে বনশ্রীর দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা বন্ধু হাবিবুর রহমানসহ স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমনের মৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, তিনি সবসময় প্রাণবন্ত ও হাসিখুশি মানুষ ছিলেন। হঠাৎ এভাবে তার চলে যাওয়া তারা মেনে নিতে পারছেন না।
এদিকে ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত দায়ী লরিচালককে গ্রেপ্তারের দাবি জানায়। দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, “লরিটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সড়ক দুর্ঘটনায় প্রতিদিনের মতো প্রাণহানি অব্যাহত থাকায় নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা আবারও সচেতনতা বাড়ানো ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।
এমআর/সবা


























