আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
বৃহস্পতিবার পর্যন্ত এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাজেদুর রহমান, স্বতন্ত্র সালমা ইসলাম, আরেফিন আজিজ সরদার, মোস্তফা মহসিন, জেএসডির আব্দুল মান্নান, জেএসডির পরমাননন্দ দাস।
গাইবান্ধা-২ (সদর)
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— বিএনপির আনিসুজ্জামান খান বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম,
জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, সিপিবির মিহির কুমার ঘোষ, বাসদের আহসানুল হাবীব সাঈদ, স্বতন্ত্র ইব্রাহিম মিয়া।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ি–সাদুল্লাপুর)
এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— বিএনপির ডা. ময়নুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর আবুল কাওসার মো. নজরুল ইসলাম, গণঅধিকার পরিষদের সবুজ মিয়া, ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম, স্বতন্ত্র আজিজার রহমান।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— বিএনপির শামীম কায়ছার লিংকন, জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির হুমাউন কবীর সরকার, স্বতন্ত্র আব্দুর রউফ আকন্দ, মোস্তাফিজার রহমান, ফারুক কবির আহমেদ।
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি)
এ আসনে সর্বাধিক ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—বিএনপির নাহিদুজ্জামান নিশাত, মোহাম্মদ আলী, ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর আব্দুল ওয়ারেছ, বাসদের রাহেলা খাতুন, ওয়ার্কার্স পার্টির মাসুদার রহমান প্রধান, খেলাফত মজলিসের আবু ইউসুফ, স্বতন্ত্র হাসান মেহেদী বিদ্যুৎ, সুজাউদৌলা সাজু।
এমআর/সবা






















