কুড়িগ্রামের রাজারহাটে রোদেলা আইটি পার্কের বর্ষপূর্তি উপলক্ষে চারশত যুবক-যুবতীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার নাজিমখান বাজারের রোদেলা মার্কেট চত্বরে এ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাজিমখান ইউনিয়নের তরুণ সমাজের আইকন রাশেদুল ইসলাম ভোলা গত বছর মাত্র ১০ জন যুবক-যুবতীদের নিয়ে রোদেলা আইটি পার্কের যাত্রা শুরু করেন। এক বছরের ব্যবধানে এর কার্যক্রম বিস্তৃত হয়ে বর্তমানে ৪০০ জন ফ্রিল্যান্সার এখানে যুক্ত হয়েছেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোদেলা আইটি পার্কের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম ভোলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার সাজু সরকার, আবু বক্কর সিদ্দিক ও সুমি বেগম।
বক্তারা বলেন, বিশ্ববাজারে ফ্রিল্যান্সিং খাতের চাহিদা দিন দিন বাড়ছে। এ খাতে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্র তরুণ সমাজকে শুধু স্বাবলম্বী করছে না, বরং দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পূর্ণমিলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন রোদেলা আইটি পার্কের সিইও মোরশেদুল ইসলাম মোর্শেদ।
এসএস/সবা























