১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রনিল বিক্রমাসিংহের জামিন মঞ্জুর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দেশটির একটি আদালত সাবেক এই প্রেসিডেন্টের জামিনের আবেদন মঞ্জুর করেছে। গত সপ্তাহে বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগ আনা হয়। ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরের বিষয়ে বক্তব্য রেকর্ড করতে রাজধানী কলম্বোর সিআইডি কার্যালয়ে গেলে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের একদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পেশায় আইনজীবী বিক্রমাসিংহে ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি দেশটির ভয়াবহ আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট হন। ব্যাপক অর্থনৈতিক সংকটের কারণে দেশব্যাপী বিক্ষোভ শুরু হলে তার পূর্বসূরী গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করলে বিক্রমাসিংহে ক্ষমতা দখল করেন। ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেন। এই নির্বাচনে জয়ী হন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। দ্বিতীয় স্থানে ছিলেন বিরোধীদলীয় নেতা সাজিত প্রেমাদাসা।
সূত্র: রয়টার্স।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রনিল বিক্রমাসিংহের জামিন মঞ্জুর

আপডেট সময় : ০৫:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দেশটির একটি আদালত সাবেক এই প্রেসিডেন্টের জামিনের আবেদন মঞ্জুর করেছে। গত সপ্তাহে বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের অভিযোগ আনা হয়। ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরের বিষয়ে বক্তব্য রেকর্ড করতে রাজধানী কলম্বোর সিআইডি কার্যালয়ে গেলে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের একদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পেশায় আইনজীবী বিক্রমাসিংহে ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি দেশটির ভয়াবহ আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট হন। ব্যাপক অর্থনৈতিক সংকটের কারণে দেশব্যাপী বিক্ষোভ শুরু হলে তার পূর্বসূরী গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান এবং পরে পদত্যাগ করলে বিক্রমাসিংহে ক্ষমতা দখল করেন। ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেন। এই নির্বাচনে জয়ী হন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিসানায়েকে। দ্বিতীয় স্থানে ছিলেন বিরোধীদলীয় নেতা সাজিত প্রেমাদাসা।
সূত্র: রয়টার্স।

এমআর/সবা