খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম
প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও
কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতিতে
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা কলেজ গেইট মঞ্চে এসে
আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আইন বিষয়ক
সম্পাদক মোঃ বেদারুল ইসলাম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-
সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সভার
সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম।
এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র ও মানুষের
অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক
প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের
আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আগামী
নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলে মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত
করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার
মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
শিরোনাম
দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 89
জনপ্রিয় সংবাদ























