খাগড়াছড়ি দীঘিনালায় স্থানীয় প্রভাবক্ষম ও সম্ভাব্য সহভাগিদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের ইয়ুর্থ গ্রুপ ও নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে হুইসেল ব্লোয়ার সভায় ‘স্থানীয় প্রভাবক্ষম ও সম্ভাব্য সহভাগিদের সাথে হুইসেল ব্লোয়ার অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আস্থা নাগরিক প্লাটৈর্মের সদস মো: সোহেল রানা। দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপের আহবায়ক হাসান মোর্শেদ রিফাতের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বোধি নিশান চাকমা, ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে গণতন্র ও সুশাসন প্রতিষ্ঠায় হুইসেল ব্লোয়ারদের বিকল্প নাই। প্রত্যেক সচেতন নাগরিককে হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা। দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ সভায় হুইসেল ব্লোয়ারসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা























