বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক বিয়ে, নারী নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কার্যালয়ের সামনে তার কয়েকজন স্ত্রী ও স্বজন মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা অভিযোগ করেন, তিনি এখন পর্যন্ত অন্তত ১৬ থেকে ১৭ জন নারীকে বিয়ে করেছেন। কর্মস্থল পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন করে বিয়ে করেছেন এবং পরবর্তী সময়ে আগের স্ত্রীর খোঁজ-খবর নেননি। অনেকেই ভরণপোষণ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
একজন স্ত্রী বলেন, “যত জায়গায় তিনি চাকরি করেছেন, প্রতিটি জায়গায় বিয়ে করেছেন। নতুন জায়গায় যোগ দিলেই নতুন বউ খুঁজেছেন। আগের স্ত্রীদের কারো প্রতিই দায়িত্বশীল নন।” আরেকজন বলেন, “আমাদের খোঁজ না নিয়ে এখন বরিশালেও আবার বিয়ের চেষ্টা করছেন। তিনি নারী নির্যাতনের একাধিক মামলায় অভিযুক্ত।”
মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা জানান, একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিকভাবেও অশান্তি তৈরি করছে। তারা অভিযোগ করেন, এতগুলো বিয়ে করে প্রতারণার মাধ্যমে তিনি নারীদের জীবনে অন্ধকার নামিয়ে এনেছেন।
মানববন্ধনকারীরা উপবন সংরক্ষককে বন বিভাগ থেকে অপসারণ, সব স্ত্রীকে যথাযথ মর্যাদা প্রদান এবং দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে জানতে মো. কবির হোসেন পাটোয়ারীর মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।
এমআর/সবা
























