০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ২০৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 100
জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। দুলাল মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা। অভিযানে এসআই সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করে, ইয়াবাগুলো সে মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মণ্ডলের ছেলে ফকরুলের (৪৮) কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশে দুলালকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিদেরও আইনের আওতায় আনা হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ২০৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। দুলাল মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা। অভিযানে এসআই সাজেদুল ইসলাম খান, এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল অংশ নেন।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করে, ইয়াবাগুলো সে মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মণ্ডলের ছেলে ফকরুলের (৪৮) কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশে দুলালকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিদেরও আইনের আওতায় আনা হবে।”

এমআর/সবা