রংপুরে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বিভাগীয় মতবিনিময় সভায় এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠায় বিব্রত হয়েছেন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরীর আরডিআরএস মিলনায়তনে এ সভায় যোগ দেন তিনি। প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় চলমান সভার মধ্যে হঠাৎ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি প্রদর্শিত হলে উপদেষ্টা বিস্মিত হয়ে পড়েন।
সভা শেষে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, “আমাকে জানিয়েছেন এটা ভুলক্রমে হয়ে গেছে। ক্ষমা চেয়েছেন। কাজেই আমি বলব ভুলক্রমে হয়েছে বলেই আমি জেনেছি।”
সাংবদিকদের এক প্রশ্নে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “এটা আসলে যথেষ্ট অবমাননাকর। এতগুলো মানুষের রক্তের পর ওদের (শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান) ছবি থাকা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি না যে জাস্ট চলে গেছে। ফ্যাসিবাদের অনেকরকম রূপ থাকে, তার কিছু কিছুর প্রতিফলন হয়ত নানাভাবে থাকে। আমরা যখন যেটা টের পাই, সে ব্যাপারে ব্যবস্থা নেই। আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব।”
অনুষ্ঠিত সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা


























