০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় ৪ নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ডেইরি ফার্মের ২ লাখ ৭২ হাজার টাকা লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে অফিসকক্ষ থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, রাত আনুমানিক ২টার দিকে চার-পাঁচজন মুখোশধারী ডাকাত দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমেই নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মনসনি চাক ও হযরত আলীকে ধরে ফেলে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিনের খোঁজ জানতে চায়।

এরপর ওই কক্ষের বাইরে তালা ঝুলিয়ে ডাকাতরা দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

পটিয়ায় ৪ নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ডেইরি ফার্মের ২ লাখ ৭২ হাজার টাকা লুট

আপডেট সময় : ০৫:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে অফিসকক্ষ থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, রাত আনুমানিক ২টার দিকে চার-পাঁচজন মুখোশধারী ডাকাত দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমেই নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মনসনি চাক ও হযরত আলীকে ধরে ফেলে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিনের খোঁজ জানতে চায়।

এরপর ওই কক্ষের বাইরে তালা ঝুলিয়ে ডাকাতরা দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা