রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। এবারের নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বী, এর মধ্যে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাকসু, সিনেট সদস্য ও হল সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি, সিনেটের ৫টি পদে ৮৪টি এবং ১৭টি হলে ৭৫৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে লড়বেন শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ভিপি পদে লড়বেন শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে নাফিউল জীবন এবং এজিএস পদে জাহিন বিশ্বাস।
তথ্য অনুযায়ী, আলোচনায় শীর্ষে থাকা আরও ৪টি প্যানেল হলো ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ ও ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’।
‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী মেহেদী সজীব।
‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে ভিপি পদে ফুয়াদ রাতুল।
‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলে ভিপি পদে মেহেদী মারুফ।
‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে প্রথমবার রাকসুতে নারী ভিপি প্রার্থী তাসিন খান লড়বেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, “মনোনয়ন প্রত্যাহারের পর আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা এখন থেকে আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনের সকল কার্যক্রম তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।”
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই দিনে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
এমআর/সবা
























