মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে পাঁচ বখাটে। স্থানীয়দের সহায়তায় আটক হওয়ার পর গণপিটুনির শিকার হয়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
ঘটনাটি ঘটে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন—সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই এলাকার আলী চাঁনের ছেলে আশিক খাঁ (২৪), চরধুবলীয়ার মৃত বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪), পয়লার তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২) এবং ভাঙ্গাবাড়ির মৃত আজাহার আলীর ছেলে ফরিদ শেখ (২০)।
জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী তার বান্ধবীকে নিয়ে কোচিং থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা পথরোধ করে ওড়না ধরে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রী ও তার বান্ধবী চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা ছুটে এসে পাঁচজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ১০/৩০ এর অধীনে মামলা রুজু হয়েছে (এফআইআর নং-৯, জিআর নং-১৫০)। গ্রেফতারদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এমআর/সবা

























