মহেশখালী থেকে কক্সবাজার নৌরুটের মাঝামাঝি অংশে অবস্থিত বাকখালী মোহনা বর্ষা মৌসুমে অত্যন্ত বিপদজনক। অতীতেও বর্ষার উত্তাল ঢেউ, পানির ঢল ও ঝড়ের কারণে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। এ রুটে যাত্রীর চাপ বেশি থাকায় ছোট ছোট ট্রলার ও নৌযান প্রায়শই অতিরিক্ত যাত্রী বহন করে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
উপজেলা প্রশাসন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো পৃথক লাইফ জ্যাকেট স্টেশন চালু করেছে। এখন থেকে যাত্রীরা যাত্রা শুরুর আগে এসব স্টেশন থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করবেন এবং গন্তব্যে পৌঁছে তা নির্ধারিত স্থানে ফেরত দেবেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, “যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। সবাই নিয়ম মেনে লাইফ জ্যাকেট ব্যবহার করলে নৌপথ অনেক নিরাপদ হবে।”
যাত্রীরা নতুন এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে তারা মনে করছেন, শুধু লাইফ জ্যাকেট সরবরাহ যথেষ্ট নয়। এগুলোকে প্রতিদিন ব্যবহার উপযোগী অবস্থায় রাখা, নিয়মিত ধোয়া-মোছা করা এবং নষ্ট হলে দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন।
এমআর/সবা






















