খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে জেলার গরীব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরের আনন্দ অফিসের সংলগ্ন এলাকায় ছাগল বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এনসিপির দক্ষিণনাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা জুমা।
এসময় গরীব ও অসহায় ২০ পরিবারকে ছাগল বিতরণ করা হয়। উপকার ভোগী টিন্টু চাকমা ও আলমগীর হোসেন বলেন, ছাগল পেয়ে আমরা খুব খুশি, ছাগল পালন করে বড় হয়ে বাচ্চা দিলে বিক্রি করে টাকা গুলো সংসার কাজে লাগবে। ছেলে মেয়েদের বই খাতা কিনে দিতে পারবো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা জুমা বিতরণ কালে তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গরীব ও অসহায় মানুষকে সচেতন পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে ছাগল বিতরণ। তারা যাতে বিভিন্ন কাজের পাশাপাশি ছাগল গুলো লালন পালন করে জীবন মান উন্নয়ন করে আমাদের এ প্রত্যাশা।
শিরোনাম
খাগড়াছড়িতে গরীব ও দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
-
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 266
জনপ্রিয় সংবাদ























