০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গতবারের চেয়েও এবারের পূজা ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে হবে। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। এজন্য নতুন অ্যাপ খোলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে কোথায় কী হবে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। তিনি সকলকে বাইরের কথায় কান না দেওয়ার এবং গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গতবারের চেয়েও এবারের পূজা ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে হবে। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। এজন্য নতুন অ্যাপ খোলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে কোথায় কী হবে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। তিনি সকলকে বাইরের কথায় কান না দেওয়ার এবং গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেন।

এমআর/সবা