চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘হাান্ডি’ ও ‘ধাবা’-এর রান্নাঘরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার তৈরি, অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহার, ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ এবং মটরে রং মেশানোর দৃশ্য ধরা পড়েছে।
ভোক্তাধিকার চট্টগ্রামের অভিযানে ‘হাান্ডি’ রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ‘ধাবা’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে এবং তাদের তদারকির আওতায় রাখা হবে।
উপ-পরিচালক মোঃ ফয়েজ উল্লাহ বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে এবং চট্টগ্রামের অন্যান্য রেস্টুরেন্টের অজানা ভেতরের দৃশ্যও নজরে রাখা হবে।
এই ঘটনার ফলে স্বাস্থ্য সচেতনদের মধ্যে আরও সতর্কতার আহ্বান জাগেছে।
এমআর/সবা




















