রংপুর নগরীর বেতপট্টি এলাকায় স্বর্ণের দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ চুরির চার মাস পর অবশেষে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার পাঁচজনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা হলেন—হীরা পারভীন (৪৭), রিপা পারভীন (৪০), শারমিন বিউটি (৪৩), তাসলিমা বেগম (৫৫) এবং রুনু বেগম (৪৫)। এদের মধ্যে তিনজনের বাড়ি যশোর, কিশোরগঞ্জ ও কুষ্টিয়ায়; বাকিরা ঢাকার মুগদা ও যাত্রাবাড়ি এলাকায় বসবাস করছিলেন।

ডিবি সূত্রে জানা গেছে, ১৪ মে বেলা সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর বেতপট্টি এলাকার ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে দুই দলে বিভক্ত হয়ে পাঁচজন নারী প্রবেশ করেন। তারা গহনা দেখার নাম করে কর্মচারীদের ব্যস্ত রাখেন এবং একপর্যায়ে ওয়াশ করানোর অজুহাতে একজন কর্মচারীকে বাইরে পাঠান। এই ফাঁকে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি চুরি করে পালিয়ে যান।
চুরি হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় ১০০ ভরি এবং বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকান মালিক।
ঘটনার পরদিন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। এরপর দীর্ঘ চার মাস সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতায় পুলিশ শেষ পর্যন্ত চোরচক্রের সদস্যদের শনাক্ত করে।
ডিবি পরিদর্শক অশোক কুমার চৌহান জানান, “এই নারী চোরচক্র অত্যন্ত দক্ষ ও পেশাদার। রাজধানীর যাত্রাবাড়ি ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। তারা চুরি করা স্বর্ণ বিভিন্ন স্থানে বিক্রি করেছে। ওই স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।”
অভিযানে অংশ নেন এসআই প্রণয় কৃষ্ণ, এসআই মমিনুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার নারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
এমআর/সবা



















