সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আইডিএবি মেম্বার অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন দৈনিক সবুজ বাংলা পত্রিকার পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন সাহসিকতা ও নীতি-নিষ্ঠার সঙ্গে মফস্বল সাংবাদিকতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টন টাওয়ারের ই আর এফ হলরুমে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি) তাকে এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানের আয়োজনে আইডিএবি ৯ম বর্ষপূর্তি উদযাপন করেছিল। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিমা কর্মী ও গ্রাহকদের স্বার্থে কাজের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশা ও ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কারের আয়োজন করে আসছে।
শেখ সাখাওয়াত হোসেন ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এবং দৈনিক সবুজ বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টারপাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইডিএবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম জি এম সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) ও সংস্কৃতি ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ‘সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেন।
শেখ সাখাওয়াত এই সম্মাননার প্রাপ্তি নিয়ে বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের সেবা এবং মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করবে। আমি সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে জনগণের সেবায় কাজ চালিয়ে যাব।”
এমআর/সবা


























