গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার ফাইটার নুরুল হুদা মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নিশ্চিত করেছেন।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ।
নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। বাবার নাম আব্দুল মনসুর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে, ছেলের বয়স মাত্র তিন বছর। তার স্ত্রী বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা।
২২ সেপ্টেম্বর গাজীপুর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় তিনি গুরুতর দগ্ধ হন। ওই ঘটনায় আরও তিনজন ফায়ার সার্ভিস সদস্য দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ মারা গেছেন, জান্নাতুল নাঈম এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অপরজন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এ ঘটনায় সর্বমোট ৪ জন দগ্ধ হয়েছেন, এর মধ্যে এখন পর্যন্ত ২ জনের প্রাণহানি ঘটেছে। নিহত দুই ফায়ার ফাইটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফায়ার সার্ভিস বাহিনীজুড়ে।
এমআর/সবা























