লালমনিরহাটে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়া মিলনায়তনে হেযবুত তওহীদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মোঃ একরামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিভাগীয় নারী সম্পাদক উম্মে হানি প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
প্রবন্ধে আব্দুল কুদ্দুস শামীম বলেন, একটি শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রে গণমাধ্যমকে হতে হবে স্বাধীন ও ন্যায়ভিত্তিক। সেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।
তিনি আরও বলেন, ইসলাম মিথ্যা, গুজব, অশ্লীলতা ও ব্যক্তিগত চরিত্র হননকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তাই গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। সঠিক সংবাদ পরিবেশন এবং নৈতিক সাংবাদিকতা সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা এমন সময়োপযোগী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং সত্য ও ন্যায়ের পক্ষে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এমআর/সবা




















