০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দুষ্কৃতিকারীরা শুক্রবার গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে দেয়। আজ শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এবং মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, “আমাদের মন্দিরটি গ্রামের নির্জন স্থানে হওয়ায় অরক্ষিত ছিল, সেই সুযোগে এ ঘটনা ঘটেছে। গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, সাম্প্রদায়িক সমস্যা নেই। দুর্গাপূজার আগে অশান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, “দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

আপডেট সময় : ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামে একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দুষ্কৃতিকারীরা শুক্রবার গভীর রাতে মন্দিরে প্রবেশ করে দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে দেয়। আজ শনিবার সকালে স্থানীয়রা ভাঙচুরের বিষয়টি প্রথমে লক্ষ্য করেন এবং মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান। তিনি বলেন, “আমাদের মন্দিরটি গ্রামের নির্জন স্থানে হওয়ায় অরক্ষিত ছিল, সেই সুযোগে এ ঘটনা ঘটেছে। গ্রামে হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি, সাম্প্রদায়িক সমস্যা নেই। দুর্গাপূজার আগে অশান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, “দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমআর/সবা