কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালিটি শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে সোনার তরী ট্যুরিজম লিমিটেডের চেয়ারম্যান আকবর খানের সভাপতিত্বে এবং এনটিভির কুতুবদিয়া প্রতিনিধি আবুল কাশেমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা কুতুবদিয়ার পর্যটন সুবিধা ও সমস্যাগুলো তুলে ধরে, দ্বীপটিকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণা করার দাবি জানান।
এমআর/সবা




















