ফিলিস্তিনের গাজার ওপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক উদ্যোগ দ্য ফ্রিডম ফ্লোটিলার মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে রওনা দিচ্ছেন আলোকচিত্রী শহিদুল আলম। আগামীকাল রোববার ইতালিতে পৌঁছানোর কথা রয়েছে—সংবাদ সম্মেলনে রবিবারের রওনাসহ এই তথ্য জানান তিনি। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিচ্ছেন।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন, “গাজায় গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকার পাশাপাশি কিছু পশ্চিমা দেশেরও এতে অংশগ্রহণ রয়েছে। পৃথিবীর অনেক দেশই এর প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ততা রাখতেই আমি মিডিয়া ফ্লোটিলায় যোগ দিচ্ছি। আমি যাচ্ছি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে। যদি আমরা এই সংগ্রামে পরাজিত হই, তাহলে মানবজাতিই পরাজিত হবে।”
মিডিয়া ফ্লোটিলা হলো একটি সংবাদমাধ্যম-কেন্দ্রিক নৌবহর, যা গাজার ওপর ইসরায়েলি তথ্য–অবরোধ(ইনফরমেশন ব্ল্যাকআউট) ভাঙতে এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে কাজ করে। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও অ্যাকটিভিস্টরা অংশ নেন। এই কর্মসূচি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের বৃহত্তর উদ্যোগের অংশ, যাতে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার নিরাপত্তার জন্য ইতালি ও স্পেন থেকে সামরিক জাহাজও মোতায়েন করা হয়েছে।
এমআর/সবা


























