চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মুরাদ (২৫) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার মুরাদ মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত ৯ জন যাত্রী।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে আছেন পাবনার সোহেল রানা, চট্টগ্রামের সাইদুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোমেন, লক্ষ্মীপুরের নুর আলম, সিরাজগঞ্জের আব্দুল কাদের ও মিজানুর রহমান, দিনাজপুরের সোহেল রানা, শরীয়তপুরের রিপন মণ্ডল এবং মাগুরার রবিউল হোসেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর হেলপারের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে বাস ও কাভার্ডভ্যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এমআর/সবা



















