০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মিনিটেই শেষ হামজাদের হংকং ম্যাচের টিকিট

সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। হংকং ম্যাচের ক্ষেত্রে অবশ্য তেমনটা ঘটেনি। মাত্র ৩০ মিনিটেই ক্লাব হাউজ ও সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল দুপুর ২টায় শুরু হয় টিকিট বিক্রি। সাধারণ গ্যালারি ৪০০ টাকা ও ক্লাব হাউজ টু গ্যালারির টিকিট মিলেছে ২৫০০ টাকায়। বাফুফে ভবনে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সাংবাদিকদের বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের পুরো টিকিট বিক্রি হতে সময় লেগেছে প্রায় আধা ঘণ্টা। দুই জায়গা মিলে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এটা শতভাগ খুশির খবর। টিকিট খুব নির্বিঘ্নে বিক্রি হয়েছে।’ গত জুনে সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা হয়েছে উগান্ডা থেকেও। এ বিষয়ে কম্পিটিশন কমিটির এই কর্মকর্তা বলেন, ‘এবার জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দেব। এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের ভেতর না ঢুকতে পারে তাহলে হয়তো ফাঁকা থাকতে পারে।’ জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। ক্লাব হাউজ ১ হাজার। আধ ঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি অনেকটা আশ্চর্যজনক।’ এদিতে ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ও ক্লাব হাউজের টিকেট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম যোগ দেওয়ার পর ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা। ৯ই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ই অক্টোবরের ম্যাচটি খেলতে হবে হংকংয়ের মাঠে। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে আছে বাংলাদেশ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ বাসে পূর্বাচলের সংবর্ধনায় যাচ্ছেন তারেক রহমান

৩০ মিনিটেই শেষ হামজাদের হংকং ম্যাচের টিকিট

আপডেট সময় : ১২:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল সমর্থকদের। হংকং ম্যাচের ক্ষেত্রে অবশ্য তেমনটা ঘটেনি। মাত্র ৩০ মিনিটেই ক্লাব হাউজ ও সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল দুপুর ২টায় শুরু হয় টিকিট বিক্রি। সাধারণ গ্যালারি ৪০০ টাকা ও ক্লাব হাউজ টু গ্যালারির টিকিট মিলেছে ২৫০০ টাকায়। বাফুফে ভবনে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সাংবাদিকদের বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউজের পুরো টিকিট বিক্রি হতে সময় লেগেছে প্রায় আধা ঘণ্টা। দুই জায়গা মিলে ১৯ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এটা শতভাগ খুশির খবর। টিকিট খুব নির্বিঘ্নে বিক্রি হয়েছে।’ গত জুনে সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা হয়েছে উগান্ডা থেকেও। এ বিষয়ে কম্পিটিশন কমিটির এই কর্মকর্তা বলেন, ‘এবার জার্মানি থেকে প্রচুর টিকিট কেনা হয়েছে। খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করে দেব। এবারও তাই করব। কোনো দর্শক যদি সেই সময়ের ভেতর না ঢুকতে পারে তাহলে হয়তো ফাঁকা থাকতে পারে।’ জাতীয় স্টেডিয়ামে গ্যালারি আসন ১৮ হাজার। ক্লাব হাউজ ১ হাজার। আধ ঘন্টার মধ্যে ১৯ হাজার টিকিট বিক্রি অনেকটা আশ্চর্যজনক।’ এদিতে ভিআইপিসহ অন্য টিকিট বিক্রির ঘোষণা এখনো দেয়নি বাফুফে। কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘গ্যালারির ও ক্লাব হাউজের টিকেট বিক্রি শেষ। এখন আমরা অন্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ গত জুনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল। এবার অন্য প্রতিষ্ঠানকে টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোম যোগ দেওয়ার পর ফুটবল নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়েছিল ঢাকা স্টেডিয়াম। এবার আরেকটি উৎসবের অপেক্ষা। ৯ই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ই অক্টোবরের ম্যাচটি খেলতে হবে হংকংয়ের মাঠে। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে আছে বাংলাদেশ।

এমআর/সবা