রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি কুলিং কর্ণারকে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও দই বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, “মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে কারও ব্যবসা করার অধিকার নেই। দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযানকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/সবা





















