৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পাহাড়ের বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বইছে উৎসবের আমেজ। বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের আত্মশুদ্ধি ও পবিত্রতার প্রতীক এই দিনটিকে কেন্দ্র করে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ পাহাড়ি জনপদে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিটি বৌদ্ধ বিহারে চলছে আলোকসজ্জা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও দান-ধ্যান। বিকেল হতেই পাহাড়ি আকাশ ভরে উঠবে রঙিন ফানুসে। ছোট-বড় সবাই অংশ নিচ্ছে ফানুস বানানো ও উড়ানোর প্রতিযোগিতায়। শিশুরা দিন গুনছে আলোয় আকাশ ভরানোর অপেক্ষায়।

স্থানীয় বাসিন্দা মংপ্রু মারমা জানান, প্রবারণা পূর্ণিমা শুধুমাত্র ধর্মীয় নয়, এটি পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও আনন্দে মেতে ওঠেন এই দিনে। অন্যদিকে, বিক্রেতারা জানিয়েছেন, বাজারে ফানুস, থামিসহ নানা ধর্মীয় সামগ্রীর কেনাবেচা বেড়েছে।
বৌদ্ধ ভিক্ষুরা বলছেন, প্রবারণা পূর্ণিমা সমাজ ও মানবজাতির শান্তি কামনায় প্রার্থনার দিন। এদিন সবাই মিলে অশুভ বিদায় ও মঙ্গল কামনায় আকাশে ফানুস ছাড়ে।
পাহাড়ি জনপদে প্রবারণা পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আলোর মিলনমেলার এক অনন্য উদাহরণ হিসেবে প্রতি বছর উদযাপিত হয়ে আসছে।
এমআর/সবা

























