১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি, আহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকটি গ্রাম। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভোটমারী ইউনিয়নের মধ্য শ্রুতিধর ও চর নোহালীসহ এলাকায় তীব্র বাতাস ও বজ্রসহ ঝড় বয়ে যায়। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

ঝড়ে ব্যাপকভাবে গাছপালা উপড়ে পড়ে, টিনশেড ও আধাপাকা ঘর ভেঙে যায় এবং দোকানঘরসহ অন্যান্য স্থাপনা বিধ্বস্ত হয়। ফলে বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আহতরা হলেন— বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝড়ের প্রত্যক্ষদর্শী মোঃ শাহিনুর রহমান বলেন, “সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড়ে টিনশেড ঘর, আধাপাকা ভবন ও বিভিন্ন দোকানঘর বিধ্বস্ত হয়। সময়টা যদি আরও কিছুক্ষণ দীর্ঘ হতো, ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেত।”

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন জানান, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং আশা করি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া খাতুন বলেন, “ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন চলছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও প্রতিবেশিরা তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য ও জরুরি সহায়তা দিচ্ছেন। প্রশাসনও দ্রুত আর্থিক ও আবাসিক সহায়তার পরিকল্পনা করছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষতি, আহত ৩

আপডেট সময় : ০৫:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকটি গ্রাম। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভোটমারী ইউনিয়নের মধ্য শ্রুতিধর ও চর নোহালীসহ এলাকায় তীব্র বাতাস ও বজ্রসহ ঝড় বয়ে যায়। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

ঝড়ে ব্যাপকভাবে গাছপালা উপড়ে পড়ে, টিনশেড ও আধাপাকা ঘর ভেঙে যায় এবং দোকানঘরসহ অন্যান্য স্থাপনা বিধ্বস্ত হয়। ফলে বহু পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

আহতরা হলেন— বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝড়ের প্রত্যক্ষদর্শী মোঃ শাহিনুর রহমান বলেন, “সকাল থেকে মাঝারি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। কয়েক মিনিটের ঝড়ে টিনশেড ঘর, আধাপাকা ভবন ও বিভিন্ন দোকানঘর বিধ্বস্ত হয়। সময়টা যদি আরও কিছুক্ষণ দীর্ঘ হতো, ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেত।”

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন জানান, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং আশা করি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জাকিয়া খাতুন বলেন, “ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন চলছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও প্রতিবেশিরা তাদের পাশে দাঁড়িয়ে খাদ্য ও জরুরি সহায়তা দিচ্ছেন। প্রশাসনও দ্রুত আর্থিক ও আবাসিক সহায়তার পরিকল্পনা করছে।

এমআর/সবা