বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে জারি করা পরিপত্র প্রত্যাখ্যান করেছেন শিক্ষক সমাজ। এ দাবির প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। “এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট”, “উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদ” ও “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম” চরফ্যাশন উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
থানা রোডস্থ শিক্ষক সমন্বয় পরিষদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ ও সদর রোড প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয় শিক্ষকরা।
জনতা বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মোহাদ্দিস মাওলানা কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম, মাধ্যমিক শিক্ষক নেতা টিপু মালতিয়া এবং মাদ্রাসা জেনারেল শিক্ষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মনির প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ বাড়িভাতা ২০ শতাংশ হারে প্রদানের দাবি জানিয়ে আসছে। অথচ শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা ছাড়াই মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে, যা শিক্ষকদের প্রতি প্রহসনমূলক আচরণ।” তারা আরও ঘোষণা দেন—দাবিকৃত ২০ শতাংশ বাড়িভাতা প্রদান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের অনুমোদন দেওয়া হয়। পরিপত্রটি প্রকাশিত হয় ৫ অক্টোবর। এতে বলা হয়েছে, ‘বাড়িভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।’
এমআর/সবা


























