০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীর সরলে সংঘর্ষ, আহত ৪ জন চমেকে

বাঁশখালীর সাগর উপকূলীয় সরল ইউনিয়নের পশ্চিম সরলে সোমবার রাত ১১টার দিকে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর পশ্চিম সরলের মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে। আহতরা হলেন—মো. আবু তাহের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার (১৬) ও মোহাম্মদ রুবেল (২১)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান, আহতরা ছররা গুলিতে আহত হয়েছে এবং সকলকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর সরলে সংঘর্ষ, আহত ৪ জন চমেকে

আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

বাঁশখালীর সাগর উপকূলীয় সরল ইউনিয়নের পশ্চিম সরলে সোমবার রাত ১১টার দিকে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর পশ্চিম সরলের মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের ঘটনার জের ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে। আহতরা হলেন—মো. আবু তাহের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার (১৬) ও মোহাম্মদ রুবেল (২১)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান, আহতরা ছররা গুলিতে আহত হয়েছে এবং সকলকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

এমআর/সবা