০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস ও তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় পৃথক কর্মসূচির আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান শেখ, বিএনপি নেত্রী নাসরিন আকতার, ছাত্র প্রতিনিধি বৈশাখী, জুলাই যোদ্ধা জারিন তাসনিম মিম্মা, নাসিব সভাপতি আব্দুল মোমিন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য মোরছালিন ইসলাম।

অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চার শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উপপরিচালক আনিসুর রহমান জানান, ৪১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ৫টি সমিতিকে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

এদিকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। শিশু বক্তা হিসেবে বক্তব্য দেন সাদিয়া শাহরিয়ার শুভ্রা।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শিশু একাডেমি মিলনায়তনে কন্যাশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস ও তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় পৃথক কর্মসূচির আয়োজন করে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান শেখ, বিএনপি নেত্রী নাসরিন আকতার, ছাত্র প্রতিনিধি বৈশাখী, জুলাই যোদ্ধা জারিন তাসনিম মিম্মা, নাসিব সভাপতি আব্দুল মোমিন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য মোরছালিন ইসলাম।

অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চার শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উপপরিচালক আনিসুর রহমান জানান, ৪১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ৫টি সমিতিকে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

এদিকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু। শিশু বক্তা হিসেবে বক্তব্য দেন সাদিয়া শাহরিয়ার শুভ্রা।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শিশু একাডেমি মিলনায়তনে কন্যাশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এমআর/সবা